Biography

Author Picture

মাও: তারিক জামিল (পাকিস্তান)

তারিক জামিল (জন্ম ১ জানুয়ারি ১৯৫৩)। তিনি মাওলানা তারিক জামিল নামে অধিক পরিচিত। তিনি একজন পাকিস্তানি ইসলাম প্রচারক, দেওবন্দি পণ্ডিত এবং আলম-এ-দীন(ধর্মগুরু)। [২][৩] তিনি খানোয়াল, পাঞ্জাবে অবস্থিত তলামবা র অধিবাসী। তিনি তাবলীগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সলাবাদের একটি মাদ্রাসার পরিচালক। [৪] তিনি দ্য মুসলিম ৫০০ -এর ২০১৩/২০১৪ এডিশনে জনপ্রিয় বক্তা হিসাবে স্থান পেয়েছিলেন